শুক্রবার , ২৮ আগস্ট ২০২০ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

ডিএমপির ওয়ারী ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

প্রতিবেদক
bangladesh ekattor
আগস্ট ২৮, ২০২০ ২:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম / সাদ্দাম হোসেন মুন্না

ডিএমপির ওয়ারী ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি করতে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

ডেমরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মো: ইমরান হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেল ও পোস্তগোলা ঈগল বক্স এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন গণপরিবহনের চালক, সম্মানিত যাত্রীগণ ও সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে বোঝানো হয়। ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে বলা হয়। এছাড়াও মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতন করতে যাত্রা পথে মাস্ক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়।

এসি ইমরান জানান, গণপরিবহনে করোনাভাইরাস সংক্রমণের অত্যধিক ঝুঁকি থাকায় গণসচেতনতা সৃষ্টি, সড়ক ও মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা মাঠে পর্যায়ে কাজ করছি তিনি জনসাধারণের উদ্দেশ্যে করে বলেন, আশা রাখি আপনারাও আমাদের সহযোগিতা করেন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ