মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের সফর সঙ্গীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুবলীগ’র সভাপতি শফিকুল আলম বাবুল, শহর যুবলীগ’র সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু, সাধারন সম্পাদক তারিকুজ্জামান তারেক, ধুলাসারইউনিয়ন আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সবুজ। বক্তারা কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসনাত খালিদসহ তার সফর সঙ্গীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।উল্লেখ্য, ১৮/০২/২০১৯ রোজ সোমবার বিকালে কলাপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে এমপি মহিব্বুর রহমানের সফর সঙ্গীদের উপর পটুয়াখালী লঞ্চ ঘাট এলাকায় হামলা চালায় পটুয়াখালী ছাত্রলীগের একদল নেতাকর্মী। পূর্ব বিরোধকে কেন্দ্র করেএ হামলা চালানো হয় বলে বক্তারা উল্লেখ করেন। এতে খালিদসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজন বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধায় হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে কলাপাড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ’র নেতা কর্মীরা। |