শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

খাদ্য সঙ্কট মোকাবেলা করতে উত্তর কোরিয়ার মানুষ উদ্ভাবন করছে নতুন খাবার

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১৩, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞার কারণে খাদ্যের অভাব মোকাবেলা করতে তৈরি হচ্ছে সস্তায় বানানো যায় এমন নানাধরনের মুখরোচক খাবার। বহু বছর ধরে উত্তর কোরিয়ায় খাদ্যের অভাব নৈমিত্তিক ঘটনা। যার ফলে সেখানে মানুষকে দেখা যায় সাধারণ উপকরণ ব্যবহার করে নতুন খাবার তৈরিতে সৃজনশীলতা দেখাতে। এই খাবারের স্থানীয় নাম সোউকদুজিওন। এটা ”চটজলদি কেক” নামেও পরিচিত।

বেক না করেও এই কেক বানানো যায় কয়েক মিনিটে। উত্তর কোরিয়া থেকে দক্ষিণে পালিয়ে যাওয়া হং ইউন হাই দেখাচ্ছেন কীভাবে ভূট্টার পাউডার দিয়ে চমৎকার কেক বানানো সম্ভব। হং ইউন হাই দেখাচ্ছেন কীভাবে সোউকদুজিওন বানানো হয় ভূট্টার পাউডার জলের সঙ্গে মিশিয়ে। তিনি এখন সোলে একটি রেস্তোঁরা চালান। উত্তর কোরিয়ায় দরিদ্র মানুষের ভূট্টাই প্রধান খাদ্য, কারণ চালের থেকে তার দাম কম। হং ইউন হাই-তার রেস্তোঁরায় তৈরি করে দেখিয়েছেন অভাবের মধ্যেও কীধরনের মুখরোচক খাবার তৈরি করছেন উত্তর কোরীয়রা।এটা নিরামিষ প্রোটিন – নাম ইনজোগোগি। এটার আরেক নাম ”মানুষের তৈরি মাংস”। সয়াবিনের তেল উৎপাদনের সময় যে বস্তু তলানি হিসাবে পড়ে থাকে তার থেকে তৈরি করা হয় এই নিরামিষ মাংস। সাধারণত এই তলানি খাওয়ানো হয় শূকরকে। কিন্তু উত্তর কোরিয়ায় এই বস্তুটি দিয়ে তৈরি করা হচ্ছে নিরামিষ প্রোটিন।

ইনেজোগোগি বা নিরামিষ মাংস ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইনজোগোগিবাব নামে উপাদেয় খাবার। ভাতের ভেতর নিরামিষ মাংসের পূর দিয়ে লংকার সস বা মাছ থেকে বানানো একটু সস দিয়ে মাখিয়ে খাওয়া হয় ইনজোগোগিবাব। বলা হয় এতে ক্যালরি আছে কম এবং কিন্তু প্রোটিন ও ফাইবার আছে বেশি।

ইনজোগোগিবাবের মতই আরেকটি খাবারের নাম ‘দুবুবাব’। দুবুবাব হল টফু বা সয়াবিন দুধের পাতলা ছানার স্তর ও রাঁধা ভাত ময়দা জাতীয় রুটি দিয়ে মোড়া। এটি একটি কম খরচে তৈরি সুস্বাদু স্ন্যাক। এই মোড়ক লংকার সস দিয়ে খাওয়া হয়।মুখরোচক স্ন্যাক – বিস্কিট জাতীয় রুটি – মাঝখানটা নরম ও আঠালো। এটি বানানো হয় ময়দা, ইস্ট, আর চিনি দিয়ে। চিনি যখন দুষ্পাপ্র হয় তখন চিনির বদলে ব্যবহার করা হয় আঙুর থেকে তৈরি শর্করা। উত্তর কোরিয়ার মানুষ বিভিন্ন ফল থেকে শর্করা তৈরি করে।সনডে নামের এই খাবার কোন আইসক্রিম বা মিষ্টিজাতীয় খাবার নয়। জমাট রক্ত দিয়ে তৈরি একধরনের সসেজ এটি। শূকরের রক্তের সঙ্গে সব্জি আর চাল জাতীয় শস্য মিশিয়ে তৈরি করা হয় এই সসেজ জাতীয় খাবার। উত্তর ও দক্ষিণ কোরিয়া দুই অংশেই এটি খাবার চল রয়েছে।

কুংসাতাং অনেকটা ভূট্টার দানা থেকে তৈরি পপ কর্ন-এর মত বিন জাতীয় সব্জি থেকে তৈরি লজেন্স। সয়াবিনের দানা ঝলসে নিয়ে তাতে চিনির পলেস্তারা দিয়ে তৈরি করা হয় মুখরোচক ও জনপ্রিয় কুংসাতাং।

চিনি আর ভিনিগার মিশিয়ে তৈরি হয় এই আলসাতাং। প্লাম জাতীয় ফল চিনির রসে ডুবিয়ে যে লজেন্স জাতীয় মিষ্টি তৈরি হয় তারই সস্তা সংস্করণ হল এই আলসাতাং। কুংসাতাং আর আলসাতাং দুটোই উত্তর কোরিয়ায় বাচ্চাদের হাতে দেওয়ার প্রথা রয়েছে বিশেষ উপলক্ষে যেমন দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং-এর জন্মবার্ষিকীতে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

সড়কে বিভিন্ন দোকানপাটে দুর্ঘটনার কারন

ডিএমপি’র ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ;

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

রাঙ্গাবালীতে শামসুলের ঘুষ বাণিজ্য, ভাগ বসান মসজিদ-মাদ্রাসার বরাদ্দেও!

কাউন্সিলর নান্নু মার্কেট এলাকায় অবৈধ জুতার মার্কেট উচ্ছেদ

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী: চক্রের ৫ সদস্য গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।  

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই

কুখ্যাত ব্যাংক ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার