বাংলাদেশ একাত্তর.কম (সফিকুর রহমান)
নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত (র্যাব-১০)।’
আটকরা হলো: কাবুল সৌরভ (৩৮), মো. তপু খান (২৩), মো.মেহেদি (২২), ও মো. ছগির (৪৫)।’
শনিবার (১৮ জুলাই) বিকেলে
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫ টিয় নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালায়। ১৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামীরা মাদক চোরাচালান চক্রের সক্রীয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়ীতে করে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও র্যাবের এ কর্মকর্তা জানান।