বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০১৯ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনী কক্ষে তালা দিলেন-সভাপতি

প্রতিবেদক
bangladesh ekattor
মার্চ ১৪, ২০১৯ ৬:০৮ পূর্বাহ্ণ

কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে দিলেন সভাপতি।

মোঃ পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের মৌলভীতবক বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে অনিদৃস্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদ’র বিরুদ্ধে। বুধবার সকালের সভাপতির এমন কান্ডে হতবাক বনে গেছেন অবিভাবকসহ এলাকাবাসী। শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোসের জের ধরে সভাপতি এমন কান্ড করেছেন বলে জানান অবিভাকসহ শিক্ষকরা। তারা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়েরে ছয়টি কক্ষেই তালা মারা রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী বাড়ী ফিরে গেলেও কিছু শিক্ষার্থী বইপত্র হাতে নিয়ে স্কুলের বারান্দায় ঘুরছে। শিক্ষকরা বিদ্যালয় বারান্দায় পায়চারী করছেন। তৃতীয় শ্রেনীর ইয়াছিন,পঞ্চম শ্রেনীর রুমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষিকা সালমা পারভীন জানায়, সকাল নয়টা স্কুলে এসে দেখি সব রুমে তালা মারা রয়েছে। দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী আবু বকরের পিতা নুর জামাল জানান, সকালে ছেলেকে স্কুলে পাঠালে কিছু সময় পরে সে বাড়ী ফিরে আসে। পরে স্কুলে এসে জানতে পারি সভাপতি স্কুল অনিদৃস্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হাওলাাদার জানান,সভাপতি সুলতান আহমেদ বুধবার সকালে এসে সকল রুমে তালা লাগিয়ে দিয়েছেন। বলেছেন স্কুল অনিদৃস্টকালের জন্য বন্ধ থাকবে।বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদ বিষয়টি অস্বাীকার করে বলেন, বিদ্যালয়ের দু’জন শিক্ষিকা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
কলাপাড়া উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার জালাল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি।উপজেলা নিার্বহী অফিসার মহোদয় সরজমিনে তদন্তের নির্দেশনা দিয়েছেন।শিক্ষা সপ্তাহ নিয়ে ব্যস্ত রয়েছি।এক সপ্তাহ পরে বিষয়টি দেখব। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ