পল্লবীতে জাল টাকা তৈরির মেশিনসহ আটক ৬
বাংলাদেশ একাত্তর.কমঃ উজ্জল বেপারি।
রাজধানীর মিরপুর সেকশন-১২, ব্লক-ই, রোড-৭, বাসা ৬২, পল্লবী। উক্ত ঠিকানার পঞ্চম তলা ভবনের চতুর্থ তলায় তারা দীর্ঘদিন ধরে এ জাল নোট তৈরি করে আসিতেছিল।

পল্লবীর বাসার সামনেই প্রেস ব্রিফিং করছেন র্যাব-২
গোপন সংবাদের ভিক্তিতে সকাল ১১টা থেকে র্যাব অভিযান চালিয়ে বিকাল ৪টায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোটসহ তৈরির মেশিন, কাঁচামালসহ মুলহোতা সেলিমসহ ছয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলাদেশ একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট ও তৈরির মেশিন, কাঁচামালসহ মুল হোতা সেলিমসহ ছয় জনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে উক্ত বাড়ীর সামনেই প্রেস ব্রিফিং করে এ তথ্য আরো নিশ্চিত করেন (র্যাব-২)
এ বিষয়ে স্থানীয়রা বলেন, পল্লবী থানাধীন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালালে এমন অনেক অপরাধীদের সন্ধান পাওয়া যাবে।
তবে, র্যাব-২ এর অভিযানকে স্বাগতম জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।