এম এ হান্নান, ভোলা প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের এমপি ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা শিক্ষানুরাগী নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় জানাযার নামাজে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঢল নামে।
শুক্রবার জুমাবাদ লালমোহন হাই স্কুল মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জানাযায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। তিনি এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা নুরুল ইসলাম চৌধুরীর উদ্দেশ্য করে বলেন, ভালো মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হন। ভালো মানুষের প্রয়োজন আছে।
বুধবার ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেণ এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম জানাযা এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
পরে লালমোহনের উদ্দেশ্যে নিয়ে আসা হলে শুক্রবার জুমাবাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।