বুধবার , ৬ মার্চ ২০১৯ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
bangladesh ekattor
মার্চ ৬, ২০১৯ ৩:২৫ পূর্বাহ্ণ

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা।

মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতানভীর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম রাকিবুল আহসান এবং স্বতন্ত্রপ্রার্থী পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য, সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম ও নিজাম উদ্দিন।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উম্মে তামিমা বিথী, শাহীনা পারভীন সীমা, লাইজুহেলেন লাকী।মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোমবার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সহ মূল দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ