কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৯ পালিত ॥
মোঃপারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: “ কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না ” এই শ্লোগান নিয়ে কলাপাড়া উপজেলা মৎস প্রশাসন জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৯ উপলক্ষে এক বর্নাঢ়্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিরষদ চত্ত্বর থেকে র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা সভাপতির বক্তব্যে জাটকা ইলিশ নিধনের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারনকে সোচ্চার হওয়ার অনুরোধ করে স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, মহিপুর থানার ওসি মো: মাহবুবুর রহমান, কলাপাড়া ওসি(তদন্ত) আলি আহমেদ, মহিপুর নৌবাহিনীর কন্টেইনজেন্ট কমান্ডার মো: মনির হোসেন, কুয়াকাটা নৌ-পুলিশফারির সাব-ইন্সপেক্টর মো: ইমন,পটুয়াখালী রিসার্স এসোসিয়েটের মো: সোহরায়ার্দী, ক্ষুদ্র ও মৎস জেলে সমিতির উপজেলা সভাপতি সালাম বিশ্বাস, হতদরিদ্র বিমেচন উপজেলা সভাপতি মো: ইউনুস ফরাজী প্রমুখ ।