শনিবার , ১৩ অক্টোবর ২০১৮ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

বগুড়ায় দুই বাসের সংঘর্ষ, এনা পরিবহনের চালক নিহত।

প্রতিবেদক
bangladesh ekattor
অক্টোবর ১৩, ২০১৮ ৩:৪২ অপরাহ্ণ

 কামরুল ইসলাম; বগুড়ার শেরপুর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এনা পরিবহনের বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আকাশ হোসেন (৩০) বগুড়ার শাজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়া ছেলে। তিনি এনা পরিবহনের চালক ছিলেন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস হাজীপুর এলাকায় পৌঁছলে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মা মনি পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের বাসচালক আকাশ হোসেন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এদিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ