মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

মইনুল হোসেনের জামিন নাকচ ফের কারাগারে

প্রতিবেদক
bangladesh ekattor
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ

মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

(অনলাইন ডেক্স) মঙ্গলবার মইনুল হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম  আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মইনুল হোসেনের আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মইনুল হোসেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামিন নামা বিচারিক আদালতে জমা দেওয়া হয়। নিয়মিত তিনি হাজিরা দিয়ে আসছিলেন। আজ আপিল বিভাগের নির্দেশনা অনুসারে মইনুল হোসেন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানির সময় আদালতকে তিনি বলেন, আসামি বয়স্ক, অসুস্থ মানুষ। যে অভিযোগে মামলা তা জামিন যোগ্য বলে দাবী জানান। তবে আদালত শুনানি শেষে মইনুল হোসেনের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ