সোমবার , ৯ জুলাই ২০১৮ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

যশোরের পুলিশ কর্মকর্তারা (কোরআন শরীফ) ছুঁয়ে ঘুষ না খাওয়ার শপথ।

প্রতিবেদক
bangladesh ekattor
জুলাই ৯, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ

যশোরের পুলিশ কর্মকর্তারা ধর্মগ্রন্থ (কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে ঘুষ না খাওয়ার শপথ নিয়েছেন।

রোববার যশোরের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা এ শপথ নেন। তারা কোনো মাদক ব্যবসায়ীর থেকে কোনো সুবিধা নেবেন না বলেও শপথ নেন। যশোর পুলিশের মতো দেশের সকল থানার পুলিশ যদি এভাবে দায়ীত্ত নিয়ে দেশ ও জনগনের সেবায় নিয়োজিত ও শপথ নেন। তাহলে সাধারন মানুষ পুলিশের প্রতি আস্থা ও বিস্বাস ফিরে পাবে।

এ সময় ৬০ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ কিংবা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শণ করবেন না। পবিত্র গ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসাবে গণ্য হবো।

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এই শপথ নেন পুলিশ কর্মকর্তারা।

এ সময় এসপি আনিসুর রহমান, অতিরিক্ত এসপি সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত এসপি নাইমুর রহমান (‘ক’ সার্কেল), গোলাম রব্বানী (‘খ’ সার্কেল), সকল থানার ওসি এবং সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - সর্বশেষ সংবাদ