রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কোহলিদের জয় সামির পাঁচ উইকেটে

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ২৮, ২০১৮ ৪:২৮ পূর্বাহ্ণ

এলগার-আমলার প্রতিরোধ ভেঙে জোহানেসবার্গ টেস্টে দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া৷ পিচের চরিত্র ও ম্যাচের গতিপ্রকৃতি অনুযায়ী তৃতীয় দিনের শেষে ভারতই এগিয়ে ছিল৷ জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ১ উইকেটে ১৭ রানে৷ বিপজ্জনক পিচের দোহাই দিয়ে তৃতীয় দিনে মাঠ ছাড়লেও চতুর্থ দিনে মাঠে নামতে অস্বীকার করেনি প্রোটিয়ারা৷ দিনের প্রথম সেশনে ডিন এলগার ও হাসিম আমলার অনবদ্য প্রতিরোধ ভারতের জয়ের স্বপ্নকে প্রাথমিকভাবে ধাক্কা দিলেও ইশান্ত শর্মার বলে আমলা ফিরতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামে৷ দ্বিতীয় উইকেটের জুটিতে ১১৯ রান যোগ করে আমলা ফেরেন ব্যক্তিগত ৫২ রানের মাথায়৷ এলগার একপ্রান্তে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অপর প্রান্ত দিয়ে যাওয়া-আসা শুরু হয় ডি’ভিলিয়ার্স, ডু’প্লেসি, ডি’ককদের৷ এবিডি ৬ রান করে বুমরাহর বলে রাহানের হাতে ধরা দেন৷ ডু’প্লেসি ২ রান করে ইশান্তের বলে বোল্ড হন৷ কুইন্টন ডি’কককে খাতা খোলার আগেই এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান বুমরাহ৷ 

একই ওভারে ফিলেন্ডার (১০) ও ফেলুকাওয়োর(০) স্ট্যাম্প ছিটকে দেন মহম্মদ সামি৷ কাগিসো রাবাদা কোনও রান করার আগেই ভুবনেশ্বরের বলে পূজারার হাতে ধরা দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন৷ মর্নি মর্কেলকে শূন্য রানে বোল্ড করেন বাংলার তারকা পেসার৷ শেষে লুঙ্গি এনগিদিকে ৪ রানে ফিরিয়ে ভারতকে কাঙ্খিত জয় এনে দেওয়ার পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন সামি৷ এলগার অপরাজিত থেকে যান ৮৬ রানে৷

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৭৭ রানে৷ ওয়ান্ডারার্সের ইতিহাস বরাবরই ভারতের হয়ে কথা বলে৷ দক্ষিণ আফ্রিকায় একমাত্র এই মাঠেই কখনও টেস্ট হারেনি ভারত৷ সেই রেকর্ড অক্ষুন্ন রেখে ভারত জয় তুলে নেয় ৬৩ রানের ব্যবধানে৷ একই সঙ্গে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ২-১ করে টিম ইন্ডিয়া৷ দুই ইনিংস মিলিয়ে ৬৬ রান করার পাশাপাশি বল হাতে চারটি উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন৷ সিরিজ সেরা হয়েছেন ফিলেন্ডার৷

কলকাতা ২৪x৭

সর্বশেষ - সর্বশেষ সংবাদ