বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

আতিকুল ইসলাম-তাবিথ আউয়াল আদালতের দিকে তাকিয়ে আছেন

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১৭, ২০১৮ ৫:১০ পূর্বাহ্ণ

আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) উপ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়ার শুরুতেই ঢাকা উত্তরের দুই ভোটার ঘোষিত তফসিলের স্থগিতাদেশ চেয়ে আদালতে রিট করেছেন। রিটের প্রাথমিক শুনানি শেষ হয়েছে। বুধবার আদালতের আদেশ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। আগে থেকেই সবুজ সংকেত দেওয়া সাবেক বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামকেই দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যায় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী নির্বাচনের বৈঠকে সব মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আতিকুল ইসলাম ছাড়াও মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আশেকী, সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, ব্যবসায়ী আবেদ মনসুর, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হাসান মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান, যুবলীগের সাবেক নেতা আবুল বাশার, তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী আদম তমিজি হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আলম, ব্যবসায়ী হেলালউদ্দিন হেলাল, মনিপুরী স্কুলের প্রিন্সিপাল ফরহাদ হোসেন ও অধ্যক্ষ শাহ আলম।

এর আগে সোমবার রাতে বিএনপি ডিএনসিসির উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে। গতবারের প্রার্থী তাবিথ আউয়ালকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রার্থী ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, দলের পক্ষ থেকে পাঁচজন প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের সবাই যোগ্য। তবে আমরা মনে করি, এই নির্বাচনে জয়লাভ করার জন্য সে (তাবিথ) যোগ্য ক্যান্ডিডেট (প্রার্থী)।

ওইদিন রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী পাঁচ প্রার্থী বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার দেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইউমের পক্ষে সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু।

তবে ডিএনসিসির নির্বাচন স্থগিত করা রিটের পর তার প্রতিক্রিয়া জানতে চাইলে আজকালের খবরকে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘এটা আইনী প্রক্রিয়া। তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইনা। তবে আমার মতে, নির্বাচন কমিশনের অনেক আগেই বিষয়টি পরিষ্কার করা উচিত ছিল।’

নির্বাচনী প্রচারণায় কবে নাগাদ নামবেন- এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, বিধিমালা অনুযারি ৩১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে। আমি প্রথম দিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই।

বাম জোটের প্রার্থী জোনায়েদ সাকি
দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের বাইরে বিকল্প নাগরিক জোটের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জোনায়েদ সাকি বলেন, দেশের প্রচলিত রাজনীতির সংঘাত এবং বড় দুই দল ও জোটের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন নিয়েছি। আমার দল গণসংহতি আন্দোলন আমাকে সমর্থন করেছে। অন্যদিকে সিপিবি-বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চা আমাকে সমর্থনের কথা জানিয়েছে। তিনি বলেন, নাগরিকের হয়রানি বিহীন সেবা দিতে চাই আমরা। তাদের সমস্যার কথা শুনতে চাই। তাদের ঐক্যবদ্ধ করতে চাই।

মনোনয়নপত্র সংগ্রহের সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সিপিবির সম্পাদকমÐলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।

আজকালের খবর

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই

থানার পাশে ফ্ল্যাটে দেহব্যবসায় জড়িত: আটক-২

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

রূপনগরে কথিত মানবাধিকার চেয়ারম্যান ‘পল্টি আতিক’ গ্রেফতার

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শক্তিশালী সিন্ডিকেটঃ দুদদকের নোটিশ

আ.লীগ নেতা মনির মোল্লাকে খুজছে রূপনগর থানা পুলিশ

ন্যাশনাল মেডিকেল কলেজের পিয়ন জাহিদের বিরুদ্ধে চুরি, মাদক ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

পল্লবীতে চোরাই মোবাইল মার্কেটে র‌্যাবের হানা- আটক-৭

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন