শামীমা আক্তার (বাংলাদেশ একাত্তর) রাজধানীর কলেজ গেট নামক স্থানে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্তণে আনার বেপক ভাবে তারা প্রচেষ্টা করছেন বলে জানিয়েছেন ওখানকার সাধারণ জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রোগীদের স্বজনরা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিকাণ্ডের খবরে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের ভেতর ছুটাছুটি শুরু করে।
এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোয়া ছড়িয়ে পড়ার আগেই স্বজনরা রোগীদের হাসপাতাল থেকে বের করে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষও সব রোগী বাইরে নিয়ে আসেন। তাদের রাখা হয় হাসপাতাল প্রাঙ্গণ ও সামনের মাঠে।
আইসিইউতে থাকা রোগীদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কি কারনে আগুন ধরেছে তা এখন পযন্ত জানা যায়নি।