গত শনিবার রায়পাড়া ইউনিয়ন থানা দোহার,জেলা ঢাকা এর বাসিন্দা,মৃত্যু ফরমোদ্দিন জমিদারের পুত্র, আবদুল জব্বার জমিদার আর নেই-ইন্না,,,,রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। আবদুল জব্বার জমিদার মৃত্যু কালে সন্তানাদি সহ বহু গুন গত আত্তীয় স্বজন রেখে গেছেন।আজ বাদ যোহরে তার কুলখানি অনুষ্ঠিত হয়,উক্ত কুলখানীতে, সাংবাদিক মানিক হাসান সহ অসংখ্য আত্তীয় স্বজন উপস্তিত ছিলেন।।