ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল ইরাম ব্যাপারী নামে এক কলেজছাত্রের। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়ায় রমজান পরিবহনের বাস চাপা দিলে গোলাম মোস্তফা মডেল কলেজের ছাত্র ইরাম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রতিবাদে ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে স্পিডব্রেকার দেয়াসহ ১২ দফা দাবি তুলে ধরে আন্দোলনকারীরা। পরে বিকেল ঘটনাস্থলে স্পিডব্রেকার তৈরি করে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।