বাংলাদেশ একাত্তর.কম (নিজেস্ব প্রতিবেদকঃ
রাজধানীতে সাধারণ মানুষকে চোখ জ্বালাপোড়ার স্প্রে ছিটিয়ে সব লুটে নিতো এই অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। জনসমাগম ও শপিংমলের আশপাশে অবস্থান নিয়ে আজ্ঞান ও মলম পার্টির চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।’
আটকৃতরা হলো: মো. রুবেল (২৬), উজ্বল ওরফে শুক্কুর (২৬), সাদ্দাম হোসাইন (২৮), জলিল মিয়া(৪০), রানা শেখ (৩২) ও বেলাল হোসাইন (২৭)।’
শুক্রবার (১৭ জুলাই) বিকালে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য নিশ্চিত করেন।’
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আমাদের কাছে খবর ছিল, এমন একটি চক্র রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চক্রের ছয় জনকে আটক করা হয়।
এসময় বিভিন্ন স্প্রে ও মলম জব্দ করা হয়। মেজর আরেফিন জানান, ‘ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিলো তারা। প্রথমে টার্গেট ব্যক্তির পিছু নেয়।
এরপর সুযোগ বুঝে চোখে-মুখে স্প্রে ছিটিয়ে দিতো। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে যেত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি। আমাদের এ ধরনের অপারেশন চলমান থাকবে বলেও জানান মেজর আরেফিন।