NEWS, শিক্ষাঙ্গন, শিল্প ও সাহিত্য, সারাদেশ

ময়মনসিংহ মহিলা কলেজর সামনে নগ্ন মূর্তি স্থাপন করায়-ফেসবুক দুনিয়ায় তূমুল প্রতিবাদ

%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae

(বাংলাদেশ একাত্তর) মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজর সামনে নগ্ন মূর্তি স্থাপন কতটুকু যুক্তি সন্মত?
এমন শত শত প্রশ্নঃ সামাজিক গনমাধ্যম ফেসবুক দুনিয়ায়।

ময়মনসিংহ মহিলা কলেজর সামনে নগ্ন মূর্তি স্থাপন করায়-ফেসবুক দুনিয়ায় তূমুল প্রতিবাদ

কোন আদেশে কাদের ইশারায় নগ্ন মহিলার মুর্তী ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের সামনে স্থাপন করেছে। যেখানে মেয়রা পড়াশোনা করে সেখানে নগ্ন মূর্তি স্থাপন করে কি শিক্ষার বিকাশ ঘাটাবে শিক্ষার্থীদের মাঝে! নগ্ন মূর্তি স্থাপন করে পরিবেশ ও সমাজ ব্যবস্থা সামাজিক অবক্ষয় ডেকে আনছে।
কমল মতি শিশুরা এসব নগ্ন মুর্তি দেখে উত্তেজিত হবে। দেশে ইভটিচিং,গনধর্ষণ এর মতো ঘটনার জন্ম দিবে এই নগ্নমুর্তি। আমাদের দেশ মুসলিম দেশ এটি কোন বিদেশী ইহুদিদের দেশ নয়।
এ দেশে ৯০ ভাগ মুসলমানের। ইসলাম ধর্মে মূর্তি স্থাপন করার অনুমতি নাই। তবে শুধু যারা ধুর্মীয় ভাবে মুর্তি বানাবে যেমন বিভিন্ন দেব-দেবীর সেটা আলাদা কথা। কারন ইসলাম ধর্মে বলা আছে যার যার ধর্ম তার তার কাছে। কারো ধর্মকে ছোট করে দেখার সুযোগ নাই। তাই ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এমন কিছু না করাই উত্তম।

Print Friendly, PDF & Email
Comments
Share
Avatar

bangladesh ekattor

Reply your comment

Your email address will not be published. Required fields are marked*

8 + 8 =