সোমবার , ১৮ জুন ২০১৮ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

মামলা করলেই হুমকি

প্রতিবেদক
bangladesh ekattor
জুন ১৮, ২০১৮ ১:৫৩ পূর্বাহ্ণ

শেখ রাজু – বিচার চাইতে গিয়ে হুমকির মধ্যে দিন কাটাচ্ছে শিল্পি বেগম। শিল্পি বেগম মুন্সী গঞ্জ সদরের সৈয়দপুরের মীর হোসেন এর মেয়ে। নিজের মেয়ের সুখের জন্য ইসলামী শরীয়াহ মোতাবেক ভাবে বিয়ে দেন ঢাকা মিরপুর বাউনিয়াবাধ এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ কালামের সাথে। বিয়ের পর থেকেই শিল্পি বেগম জানতে পারেন তার স্বামী কোন কাজকর্ম না করে সারাদিন আড্ডাবাজি আর নেশা করে বেড়ান। সব কিছু জেনেও নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে স্বামীর আর তার শশুরবাড়ীর নির্যাতনকে নিজের ভাগ্য হিসেবে মেনে নেন। তারপরও শেষ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর পর আর তার নির্যাতন সহ্য করার ক্ষমতা থাকেনি। দীর্ঘ ১৭ বছর সারাদিন মানুষের বাসায় কাজের বুয়ার কাজ করে দিন শেষে বাড়ি ফিরে স্বামীর হাতের লাঠির বাড়ি খেতে অভ্যস্ত শিল্পি বেগমের জীবনে শুরু হয় নতুন অত্যাচার। স্বামী আর শাশুড়ির বায়না শুরু হয় যৌতুকের,২,০০,০০০/= টাকা, যৌতুকের জন্য শুরু হয় নতুন কায়দায় স্বামী আর শাশুড়ির অত্যাচার। ১১/০৬/২০১৮ তারিখে প্রতিদিনের মতো মানুষের বাসার বুয়ার কাজ শেষ করে বাসায় আশার পর তার স্বামী আর শাশুড়ি কাঞ্চন ভানু ১ দিনের মধ্যে ২ লক্ষ টাকা যৌতুক আনতে বললে শিল্পি বেগম অপারগতা প্রকাশ করলে মধ্যযুগীয় কায়দায় বেদম প্রহার করে তাকে ও তার সন্তানদেরকে বাসা থেকে বের করে দেয়। আহত শিল্পি বেগমকে স্থানীয় লোকজন কুর্মিটোলা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে বাসায় আসলে তাকে যৌতুকের টাকা ছাড়া বাসায় ঢুকতে দেয় না স্বামী ও শাশুড়ি। সঠিক বিচার পাবার আশায় নিজ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ১২/০৬/২০১৮ তারিখে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু বিচার পাওয়া তো দুরের কথা এখন জীবন নিয়ে শংঙ্কিত শিল্পি বেগম। সারাদিন প্রকাশ্যে নানা ভাবে তার স্বামীর ভাই লাল মিয়া ও তার শাশুড়ি কাঞ্চন বানু এলাকা ছাড়া ও মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এবিষয়ে শিল্পি বেগমের বোন পারুল বেগম পল্লবী থানায় একটি সাধারণ ডাইরী করেন। সংসার জীবনে শিল্পি বেগমের ১৬ বছরের একটি ছেলে ও ১৩ বছরের কন্যা সন্তান আছে। অসহায় হয়ে বিচার পবার আশায় শিল্পি বেগম ও তার সন্তানরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। 

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত