বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কলাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
মোঃ পারভেজ– কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২৬মার্চ) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কলাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
এসময় বক্তব্য রাখেন–১১৪পটুয়াখালী–৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মমেয়র বিপুল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি সুলতান মাহামুদ, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: বিলকিস জাহান ও কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আলী আহমেদ প্রমুখ।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুজকাওয়াজ প্রদর্শন করেন।