নাজমুল নিরব খান,ফরিদপুর থেকেঃ
ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা থেকে সি.এন.বি যাওয়ার রোডে আজ শনিবার সকাল ৮ টায় করিম মিয়ার ইট ভাটার কাছে এফ ডি অফিসের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ সময় রিক্তা আক্তার (৩৫) সাথে সাথে মারা যায় এবং পান্না আক্তার (৩০) নামে একজন গুরুতর আহত হয়।
জানাযায় এফ.ডি অফিসের সামনে থাকা রিক্তা আক্তারের মোটরসাইকেলকে উল্টোদিক দিয়ে এসে (ঢাকা মেট্রো-১৪৪৪৮৮) ট্রাক উপর দিয়ে উঠিয়ে দেয়।সাথে সাথে ঘটনা স্থলে রিক্তা আক্তার(৩৫) মারা যায় এবং পান্না আক্তারকে ফরিদপুর মেডেকেল হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকটি জব্দ করে সদর থানায় নেওয়া হয়।এবং রিক্তা আক্তারকে পার্শ্ববর্তী গোরস্থানে দাফন করা হয়।