বুধবার , ২৯ জুলাই ২০২০ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

পল্লবী থানায় আটক বোমা বহনকারী তিনজন ভাড়াটে খুনি

প্রতিবেদক
bangladesh ekattor
জুলাই ২৯, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কমঃ রাজু আহমেদ। রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরিত বোমা বহনকারী তিনজন ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিস্ফোরণের এই ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে পুলিশ। বুধবার পল্লবী থানা ভবন পরিদর্শনের পর এ কথা বলেন  ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

কৃষ্ণপদ রায় ব্রিফিংয়ে জানান, কালশী কবরস্থানের কাছে একদল সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে রাত ২টার দিকে পল্লবী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ডিভাইস পাওয়া যায়, যেটি দেখতে ওজন মাপার মেশিনের মত। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওই ওজন মাপার যন্ত্রে বোমা আছে। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওই ওজন মাপার মেশিন পরীক্ষা করেন। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ