আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচিত ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় আবেগে কাঁদলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে এক বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।আবেগ আপ্লুত কণ্ঠে নানক বলেন, নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন মাঠে থাকার। একইসঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন নানক। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান সাদেক খান।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।
এরআগে সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে অঝোরে কেঁদেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাঁদতে কাঁদতে প্রায় ২ মিনিট কোনো কথা বলতে পারেননি মির্জা ফখরুল। এরপর আবারও সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় গুলশান কার্যালয়ের ভেতরের পরিবেশ ভারি হয়ে ওঠে। আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির অন্য নেতারাও।