নিজ হাতে খাবার পৌছে দিচ্ছেন-প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
(বাংলাদেশ একাত্তর.কম) জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস পরিস্থিতির কারনে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ যারা এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। এসময় প্রতিমন্ত্রীর নিকট ত্রান পেয়ে অসহায় পরিবারের কেউ কেউ খুশিতে কান্নায় অশ্রু শিক্ত হন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের সহোযোগীতায় এ ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৪ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান।