বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ সংবাদ
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

নার্সিং পেশা-সেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা সভা বুধবার

প্রতিবেদক
bangladesh ekattor
অক্টোবর ৯, ২০১৯ ১:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:
নার্সিং পেশা ও সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে এটি কলেজ অব নার্সিং একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষ, নার্সিং সেবা কর্মকর্তা ও নার্সিং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে এ সভা আহ্বানকে স্বাগত জানিয়েছেন বঙ্গবন্ধু নার্সেস পরিষদের সভাপতি ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল এবং স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো.ইকবাল হোসেন সবুজ।

এ সভা আহ্বান করায় স্বাস্থ্য মন্ত্রী মো. জাহিদ মালেক স্বপন, স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, নার্সিং অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব (নার্সিং) মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।

সর্বশেষ - রাজনীতি