(বাংলাদেশ একাত্তর.কম) ষ্টাফ রিপোর্টার: নুতনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকল মন্ত্রী-এমপি-আমলাদেরকে বলছি- সত্যিই যদি দেশকে ভালোবাসেন দুর্নীতি থামান। গত ২০ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরিমাণ দুনর্নীতি হয়েছে, সেই দুর্নীতি না হলে, দুর্নীতির টাকা পাচার না হলে এই দেশ সত্যিকারের সোনার দেশে পরিণত হতো। নতুনধারার রাজনীকিদের প্রথম ও একমাত্র লক্ষ্য দুর্নীতি সমূলে উৎপাটন করা।
৬ এপ্রিল বিকেল ৩ টায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এলিফ্যান্ট রোডস্থ মালঞ্চ রেস্তোরায় অনুষ্ঠিত ‘দুর্নীতি বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান গাজী একরামুল হক লিটন, আনোয়ার হোসাইন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য গোলাম ওয়াজেদ সরকার রানা, মোহাম্মদ ইসলাম, জিয়াউদ্দিন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।