দেশে যে আইনই হোক, ঘুষখোর ও দুর্নীতিবাজদের গ্রেফতার থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুদক কার্যালয়ে প্রস্তাবিত সরকারি চাকুরী আইনে দুদকের ক্ষমতা খর্ব হচ্ছে কিনা, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।
গত ২০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেই আইনের একটি অংশে বলা হয়, ‘সব ধরনের ফৌজদারি অপরাধের জন্য ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। চার্জশিট হওয়ার পরে অ্যারেস্ট করার জন্য অনুমতি লাগবে না।’
তবে সৎ মানুষের সুরক্ষায় এই আইন পাশ হবে বলে আশা করছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান তাই কারো অনুমতি নিয়ে কাজ করবে না।