সোমবার , ২৫ মার্চ ২০১৯ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

প্রতিবেদক
bangladesh ekattor
মার্চ ২৫, ২০১৯ ৯:৪৪ অপরাহ্ণ

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত।

সুব্রত চক্রবর্তী,তাড়াইল  ( কিশোরগঞ্জ) :

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের বড় ছেলে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হওয়া জহিরুল ইসলাম ভূইয়া শাহীন পেয়েছেন -২৬ হাজার-৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব মোঃ আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন-১৬ হাজার-৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তাড়াইল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নাজমুল হক আকন্দ ( টিউবওয়েল) প্রতীকে ১৬ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আবুল কাশেম খান ( চশমা) প্রতীকে পেয়েছেন-১২ হাজার  ৬৪৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস সুলতানা 
(সেলাই মেশিন) প্রতীকে-২২ হাজার-৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: হেপি আক্তার (ফুটবল) প্রতীকে পেয়েছেন -৮ হাজার -৯২৭ ভোট ।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে কোনও গোলযোগ ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে তাড়াইল  উপজেলার-৪৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লুৎফুন নাহার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার  সহ অনেকেই।

উল্লেখ্য, তাড়াইল উপজেলায় মোট ভোটার- ১লাখ – ২১ হাজার- ৫৮১ জন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ