শুক্রবার , ৭ জুন ২০১৯ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. ধর্ম
  8. বিনোদন
  9. বিশেষ সংবাদ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. শিল্প ও সাহিত্য
  14. সর্বশেষ সংবাদ
  15. সারাদেশ

তাড়াইলে পাগলকে চোর সাজিয়ে অমানবিক নির্যাতন

প্রতিবেদক
bangladesh ekattor
জুন ৭, ২০১৯ ১২:৫০ অপরাহ্ণ

                                তাড়াইলে পাগলকে চোর সাজিয়ে অমানবিক নির্যাতন

তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইলে দড়িজাঙ্গীপুর গ্রামে মোশাররফ হোসেন (১৯) নামে এক পাগল ছেলেকে চোর বানিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের শামুকজানি গ্রামের কেন্তু মিয়ার ছেলে মোশাররফ হোসেন আজ বৃহস্পতিবার (৬-৬-২০১৯ইং)সকাল ৮টার দিকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী দড়িজাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার মোখলেছুর রহমান খান শাহানের বাড়ির মূল দরজা খোলা দেখতে পেয়ে বাড়িতে ঢুকে পড়ে। পরে ঘরে ঢুকে ছাদে চলে যায়। এই বিষয়টি শাহানের বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে বাড়ির পাশের গুলবাগ জামে মসজিদের সামনে খোলা মাঠে পাগল মোশাররফ হোসেনকে হাত-পা বেধেঁ জনসম্মুখে অমানবিক নির্যাতন চালায়। একই গ্রামের মৃত নূর হোসেনের ছেলে সাজ্জাত হোসেন হিটলারসহ অন্যরা। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ও সুধীমহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এ এছাড়াও নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ভিডিও শতাধিক ফেইজবুক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করে নির্যাতনকারী সাজ্জাদ হোসেন হিটলারকে থানায় নিয়ে আসে।
এব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - সারাদেশ