ওয়েব ডেক্স চাপে পড়ে সরস্বতী পুজোর ছুটি ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর৷ সরস্বতী পুজোর না দিয়ে নতুন বছরে ছুটির তালিকা প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে তৈরি হয় বিতর্ক৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে অধিকর্তারা জারি করা ছুটির তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ করল জেলা শিক্ষা দফতর৷
গত বুধবার নতুন বছরে ছুটির তালিকা প্রকাশ করেন শিক্ষা সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজু ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক আমিনুল এহেসানের৷ ইংরাজি নববর্ষ, বিবেকানন্দ জয়ন্তী ও মকর সংক্রান্তিতে ছুটি দেওয়া হলেও বাগদেবীর পুজোয় ছুটি ঘোষণা করা হয়নি৷ এমনকি, পুজোর বিষয়টি উল্লেখ ছিল না প্রথম প্রকাশিত তালিকায়৷ সংসদ সূত্রে জানানো হয়েছিল, রাজ্য শিক্ষা দফতর থেকে এখনও এ বছরের কোন ছুটির পূর্ণাঙ্গ তালিকা আসেনি৷ তাই তারা শুধুমাত্র জানুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে৷
এই বিষয়ে সংসদ সচিব বলেন, “এটা একটা ক্ল্যারিকাল মিস্টেক ছাড়া কিছুই নয়। তবে অবশ্যই এই ঘটনা অনভিপ্রেত। এবং না ঘটাই উচিত ছিল।” যদিও এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সংঘ প্রভাবিত নব উন্মেষ প্রাথমিক শিক্ষা সংঘের জেলা সম্পাদক সুব্রত সরকার জানান, পুজোয় প্রতিবছর ছুটি থাকে বিদ্যালয়গুলিতে। কিন্তু এবছর ছুটির তালিকায় পুজোর ছুটি ঘোষিত না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই পুজোর দিনটি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সরোজ সাহা জানান, ভুল বশত হয়তো ছুটির তালিকা থেকে বাদ গিয়েছিল এই দিনটি। বাগদেবীর পুজোর দিন ছুটি থাকে প্রতিটি বিদ্যালয়ে। এটি অন্তর্ভুক্ত করলে কিছুটা বিভ্রান্তি কাটে ছাত্র-ছাত্রী ও শিক্ষক মহলে।
কলকাতা ২৪x৭