সোমবার , ১৫ জানুয়ারি ২০১৮ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

চরভদ্রাসনে নদী ভাঙ্গনের স্থায়ী বাঁধ নির্মানে মানববন্ধন

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১৫, ২০১৮ ১১:৪০ অপরাহ্ণ

নাজমুল হাসান নিরব চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে এমপি ডাঙ্গী
গ্রামে মেইন সড়কের পাশে পদ্মার পার এলাকায় চলতি শুস্ক মৌসুমে দ্রুত স্থায়ী বাঁধ নির্মানের
দাবীতে সেমাবার সকাল ১০ টায় মানবন্ধন কর্মসূচী পালন করেছেন গ্রামবাসী। ঘন কুয়াশা ও শৈত্য
প্রবাহ উপেক্ষা করে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী হাতে হাত ধরে পদ্মা পারে এক ঘন্টাকাল দাড়িয়ে
থেকে তাদের প্রানের দাবী তুলে ধরেন।

উপজেলা পদ্মা নদীর এম.পি. ডাঙ্গী গ্রাম ঘেষে ফাজিলখার
ডাঙ্গী ও বালিয়া ডাঙ্গী গ্রামের প্রায় আড়াই কি.মি. পদ্মার পার এলাকায় চলতি শুস্ক মৌসুমে স্থায়ী
বাঁধ নির্মানের দাবী স্থানীয়দের।
মানবন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ
আব্দুর রাজ্জাক। উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা
আক্তার এ মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন। মানবন্ধন কর্মসূচীর সার্বিক পরিচালনা করেন পদ্মা
পারের বসতি আঃ হালিম মাষ্টার। মানবন্ধন কর্মসূচী শেষে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,

ইউপি সদস্য মোঃ একলাস প্রামানিক, পদ্মা পারের বসতি ওয়াছেল মাষ্টার, বাবুল মন্ডল,
আকতারুজ্জামান, আঃ কুদ্দুস বাদশা ও হারুনার রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলা পরিষদ থেকে মাত্র ১ কি.মি. উত্তর পশ্চিম দিকে পদ্মা নদীর বর্তমান
অবস্থান। গত তিন দিন আগেও এম.পি. ডাঙ্গী গ্রাম, ফাজিলখার ডাঙ্গী ও বালিয়া ডাঙ্গী গ্রামের
অস্থায়ী বাঁধ প্রকল্প সহ প্রায় ১৩ একর মাঠী জমি পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।

প্রতি বছর বর্ষা
মৌসুমে ফরিদপুর পাউবো জরুরীভাবে পদ্মার ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ
দেখিয়ে চলেছে। কিন্ত তা কোনো কাজে আসছে না বলে বক্তারা দাবী তোলেন। তাই পদ্মা নদীর চরম হুমকীর মুখ থেকে রক্ষার জন্য চলতি শুস্ক মৌসুমে দ্রুত পদ্মা রক্ষা স্থায়ী বাঁধ নির্মানের দাবীহুমকীর মুখ থেকে রক্ষার জন্য চলতি শুস্ক মৌসুমে দ্রুত পদ্মা রক্ষা স্থায়ী বাঁধ নির্মানের দাবী করেন এলাকাবাসী।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ