[বাংলাদেশ একাত্তর.কম] কামরুল ইসলাম-গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি পটুয়াখালী-৩ (দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা) আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা যায়। এর আগে গত সোমবার বিএনপিতে যোগ দিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।