খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটির ব্যবস্থপনা কমিটি গঠন।
মোঃপারভেজ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়ার ঐতিহ্যবাহী সমবায়ী প্রতিষ্ঠান খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটির ব্যবস্থপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু এবং আ. রাজ্জাক হাওলাদার।
নয় সদস্য বিশিস্ট ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা হল-মীর আ. বারেক, সৈয়দ আল-মামুন, এসএম সহিদুল ইসলাম, এবিএম শামসুজ্জামান, মোশারফ শিকদার, মজিদ খান, নুর ইসলাম হাওলাদার।খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এসএম রাকিবুল আহসান, সদস্য জীবন কুমার মন্ডল ও দিলীপ কুমার রায়সহ, রোজ শনিবার (৯ ফেব্রুয়ারী) এ কমিটির নাম ঘোষনা করেন।মেজবাহ উদ্দিন মাননু খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।