বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা হয়েছে কাল। সেটি নিয়ে দলের নেতাদের সংযত হয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেতাদের তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সাজা নিয়ে কোনো আবোল-তাবোল তথা অসংলগ্ন বক্তব্য দেয়া যাবেনা। এমনকি নেতাদের উচ্ছ্বাস প্রকাশ করা বা উস্কানিমূলক বক্তব্যও পরিহার করতে নির্দেশ পাঠিয়েছেন দলীয় সভাপতি।
আওয়ামী লীগের কয়েকটি সূত্র এমনটাই জানিয়েছে। শেখ হাসিনা দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, এই রায়কে ইস্যু করে সবাইকে সংযত হয়ে কথা বলতে হবে। সবাইকে খেয়াল রাখতে হবে, খালেদা জিয়া যাতে কোনোভাবেই জনগণের সহানুভূতি পেয়ে না বসেন।।