শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কুয়াশার কারণে শাহজালালে ফ্লাইট উঠা-নামা বন্ধ

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১৩, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে কুয়াশা কাটলে দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বিমানবন্দরের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট শিডিউল। ভোর রাত ৪টা থেকে কোনো ফ্লাইট অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় জরুরি অবতরণ করে। ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত শাহজালালে অবতরণের কথা থাকলেও বেশ কয়েকটি ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২২ মাস্কট-ঢাকা সকাল ৮টা ১০ মিনিটে শাহজালালে অবতরণের কথা থাকলেও সেটি কলকাতায় অবতরণ করে।

আরএম/এমবিআর/এমএস

সর্বশেষ - সর্বশেষ সংবাদ