কলাপাড়ায় জননী প্যাথলজি ক্লিনিকের এক কর্মচারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা।।
মোঃ পারভেজ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়ায় জননী প্যাথলজি ক্লিনিকের এক কর্মচারী অনিকা মাঝি (১৭) ) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । শনিবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় পৌর শহরের হাসপাতাল রোড এলাকার জননী প্যাথলজী থেকে তার লাশ উদ্ধার করা হয় । অনিকা মাঝি কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার র্নিমল মাঝির মেয়ে।ক্লিনিক সূত্র জানায়, কয়েক মাস পূর্বে অনিকা মাঝি পরিচ্ছন্নতা কর্মী হিসাবে জননী প্যাথলজিতে যোগদান করে।
২৩শে ফেব্রুয়ারী শনিবার সকাল দশটায় নাস্তা খাওয়ার কথা বলে ক্লিনিকের পিছনের একটি রুমে যায়। ভিতর থেকে রুম আটকে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। থানা পুলিশকে সংবাদ দিলে তারা রুমের দরজা ভেংগে তাকে উদ্বার করে। অনিকার পারিবারিক সূত্র জানায়, প্রেম এবং বিয়ে নিয়ে জটিলতায় অনিকা আত্মহত্যা করতে পারে।কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্বার করে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।