

গোপালগঞ্জ প্রতিনিধি:
মো: ফয়সাল আহমেদ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) পরিক্ষার ফলাফলে অন্য অন্য বারের মতো এবার ও কৃতিত্ব ধরে রেখেছে গোপালগঞ্জের এস এম মডেল গভ.হাই স্কুল।এ বছর স্কুল থেকে ২শ ১৪ জন মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করে।স্কুলের পাশ করেছে ২১১ জন।বিদ্যালয়ের পাশের হার ৯৮. ৬ ভাগ।জি. পি.এ পেয়েছে ৭৩ জন।বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৫৫ জন অংশ নিয়ে ১৫৩ জন পাশ করেছে।এর মধ্য জি. পি. এ পেয়েছে ৭৩ জন।ব্যাবসায় শিক্ষায় ২৫ জনের ২৪ জন ও মানবিক বিভাগ থেকে ৩৪ জনের ৩৪ জন ই পাশ করেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।