আসামীর দায়ের কোপে যখম পুলিশের এসআই। আতংকে এলাকাবাসি।
(বাংলাদেশ একাত্তর)
মামলার অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্তের হামলার শিকার হয়েছেন পিরোজপুরের কাউখালী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
শুক্রবার সকাল ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। এসআই রফিকুল বরিশালের রুপাতলী এলাকার মৃত রহিম খানের ছেলে।
গুরুতর জখম রফিকুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, জয়কুল গ্রামের মৃত হানিফ হাওলাদারের ছেলে মোঃ হায়দার আলী হাওলাদারের বিরুদ্ধে একই গ্রামের হ্যাপি বেগম একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগটি সরেজমিনে তদন্তের জন্য কাউখালী থানার এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ কাদেরকে নিয়ে হায়দার আলীর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তাকে ডাক দিলে হায়দার দরজা খুলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এসআই রফিকের উপর হামলা চালায়। হামলায় দুই হাত ও গাল জখম হয়। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।